রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

প্রথম ঘণ্টায় সূচকে অস্থিরতা, লেনদেনে ধীরগতি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় বেশ অস্থিরতা দেখা গেছে। একই সঙ্গে লেনদেনে ছিল ধীরগতি।

প্রথম ঘণ্টার লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে এ সময় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এক পয়েন্ট বেড়েছে। এ সময় লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার কম।

আলোচ্য সময়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় স্থান করে নেওয়ার পাশাপাশি দাম কমার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে ২২ প্রতিষ্ঠান। দাম কমার সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে। অর্থাৎ ক্রেতা সংকট দেখা দিয়েছে এসব প্রতিষ্ঠানের।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে। তবে বেড়েছে মূল্যসূচক।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরুর ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ২৭ পয়েন্ট বেড়ে যায়।

তবে এরপরেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। এতে লেনদেনের ৪৪ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট কমে যায়। এ পরিস্থিতিতে আবার কিছু প্রতিষ্ঠানের দাম বাড়লে প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান সূচক বাড়ে এক পয়েন্ট।

অবশ্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বেশি সময় স্থায়ী হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ২০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৯ পয়েন্টে কমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে দশমিক ২৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক এক পয়েন্ট কমেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৯টির। আর ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৩ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এক পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে তিন কোটি ৪৭ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৪৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এমএএস/কেএসআর/এমএস



Advertiser