সোমবার রাতে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার সকাল থেকে নীলক্ষেত মোড় আবরোধ করেন আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর ফলে সাইন্সল্যাব, আজিমপুর ও মুক্তি ও গণতন্ত্র তোরণের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে সকাল থেকেই রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন আটকে দেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা দ্রুত এর বিচার চাই।
এদিকে গতকালের হামলায় আহত চার শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরএসএম/ইএ/জিকেএস