মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

জুমারবাড়ি ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালককে হত্যার হুমকি

নুর হোসেন রেইন,সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিমকে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গত সোমবার সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।থানায় ডায়েরী সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার জুমারবাড়ী গ্রামের মৃত্যু রমজান আলী বেপারীর ছেলে আলতাব হোসেন ও একই গ্রামের জরিপ আলী আকন্দের দুই ছেলে ছমির হোসেন ও আবু সাঈদ আকন্দ বেশ কিছু দিন পূর্ব হইতে চাঁন পাড়া গ্রামের মৃতঃ আব্দুর রাজ্জাক ছেলে রেজাউল করিমের নিকট থেকে নানান অজুহাতে টাকা দাবী করে আসছিল ।

দাবীকৃত টাকা না দিলে প্রতিষ্ঠাতা পরিচালকে মিথ্যা মামলাসহ সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে ।ঘটনার দিন ৭ এপ্রিল ২০২২ ইং সন্ধ্যার সময় জুমারবাড়ী বাজার থেকে বাড়ী ফেরার সময় পথিমধ্যে পরিচালকের বাড়ীর পার্শ্বে পৌছা মাত্রই ওই তিন জন পরিচালকের পথরোধ করে। তাদের দাবীকৃত টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে না দিলে খুন,জখমসহ মামলা দায়ের করবে মর্মে হুমকি দিতে থাকেন । এ সময় আশে পাশের লোকজন আসায় তারা সটকে পরে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করেন প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম। উপরে উল্লিখিত তিন জনের বিরুদ্ধে সাঘাটা থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৪১৫, তারিখ ১০ এপ্রিল ২০২২।তবে এ ব্যাপারে ওই তিন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

The post জুমারবাড়ি ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালককে হত্যার হুমকি appeared first on গোবি খবর.



Advertiser