বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

ট্রেন ধর্মঘটে রংপুরে ভোগান্তি

হঠাৎ ট্রেন ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন রংপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যাত্রীরা। বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকে রংপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছেন ট্রেনের জন্য। নির্দিষ্ট সময়ে ট্রেন না আসায় বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের।

অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রেন ধর্মঘটের কথা অনেকেই জানেন না। এ কারণে স্টেশনের প্লাটফর্মে অপেক্ষা করছেন তারা।

স্টেশনে গিয়ে দেখা গেছে, যাত্রীরা কেউ প্লাটফর্মে বসে আছেন। কেউ আবার টিকিটের টাকা ফেরত পেতে কাউন্টারে অপেক্ষা করছেন। ট্রেন বন্ধ থাকায় অন্তঃবিভাগে বিকল্প পরিবহনে ছুটছেন মানুষ

ট্রেন ধর্মঘটে রংপুরে ভোগান্তি

রংপুর স্টেশনের প্লাটফর্মে যাত্রী ইকবাল বলেন, সান্তাহার থেকে ঢাকায় যাবো। আমি তো জানি না ট্রেন বন্ধ। এখন বসে বসে অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই।

শারমিন সুলতানা নামের আরেক এক যাত্রী বলেন, ঢাকা যেতে রওনা দিয়েছি। স্টেশনে এসে শুনি ট্রেন যাবে না। তাই টাকা ফেরত নিতে আসছি।

ট্রেন ধর্মঘটে রংপুরে ভোগান্তি

লালমনিরহাট গামী যাত্রী মহসিন আলী বলেন, গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এসেছিলাম। এসে শুনি ট্রেন বন্ধ।

রংপুর স্টেশনের সুপার শঙ্কর গাংগুলি বলেন, রংপুর স্টেশন থেকে ১২টি ট্রেন ছেড়ে যায়, এর মধ্যে খুব সকালে একটা গেছে। বাকি ১১টা যায়নি। যাত্রীরা টিকেটের টাকা ফেরত নিতে আসছেন। আমরা রিফান্ড করছি। কখন প্রত্যাহার হবে জানি না। প্রত্যাহার হলে টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে বুধবার সকাল থেকে বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত দাবি মেনে না নেওয়ায় সারাদেশে ধর্মঘট পালন করছেন ট্রেন চালকরা।

জিতু কবীর/আরএইচ/জেআইএম



Advertiser