শাকিল আহমেদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ডুবায় জমে থাকা পানিতে পড়ে দুই কন্যা শিশু মারা গেছে।দেওয়ানগঞ্জ থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, শুক্রবার সকালে চরআমখাওয়া ইউনিয়নের মাস্টাপাড়া গ্রামের সুরুজ্জামানের কন্যা আয়াত (৩) ও একইএলাকার আব্দুল মোতালেব ফকিরের কন্যা সিনহা (৪) বাড়ির পাশে খেলতে গিয়েডুবায় পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের দুইজনের মৃতদেহ উদ্ধার করে।
চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান, দুই শিশু মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাফন কাফনের সার্বিক ব্যবস্থা করছেন।ডোবার পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
The post জামালপুরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু appeared first on গোবি খবর.