ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ববি হক। এবার ঈদে তাকে দেখা যাবে ছোট পর্দায়। ‘সুরভী’ নামে একটা টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। যেখানে আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর ও শম্পা রেজা।
কথাসাহিত্য ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস ‘সুরভী’। তা অবলম্বনে তৈরি হচ্ছে টেলিফিল্মটি। এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এর নামও রাখা হয়েছে ‘সুরভী’।
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘এটি পারিবারিক সম্পর্কের মিস্টিরিয়াস গল্প নিয়ে নির্মিত হচ্ছে। রোজার ঈদের দ্বিতীয় দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে।’
টেলিফিল্মটির সব চরিত্রেই আছেন নারী। ঠিক এমনটাই জানালেন এর নির্মাতা চয়নিকা চৌধুরী।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গের বব (বেজড অন বুক) সিজন-২-এ জনপ্রিয় গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম নির্মিত হচ্ছে। এরমধ্যে একটি হলো ‘সুরভী’।
এমআই/এলএ/জিকেএস