বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

ধনবাড়ীতে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি: “সোনালী আশের সোনার দেশ-মুজিব বর্ষের বাংলাদেশ”এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে দিন ব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৬এপ্রিল২২)ইং পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১শ’৫০ জন পাট চাষীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

ধনবাড়ী উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন-পাট অধিদপ্তরের অর্থ প্রশাসনের পরিচালক যুগ্ম সচিব মো: এনায়েত উল্ল্যাহ খান ইউসুফজী। বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনারা রশিদ হীরা,টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, টাঙ্গাইল জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক জহির রায়হান।

এসময় ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম,মধুপুর উপজেলা পাট অধিদপ্তরের পরিদর্শক রমেশ চন্দ্র ও সাংবাদিক হাফিজুর রহমান সহ সকল পাট চাষীগন উপস্থিত ছিলেন।

The post ধনবাড়ীতে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত appeared first on গোবি খবর.



Advertiser