ঈদকে কেন্দ্র করে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের উপস্থিতি বেড়েই চলেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। তবে শিমুলিয়া-মাঝিকান্দির সঙ্গে এবার শিমুলিয়া- বাংলাবাজার নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চালু হওয়ায় যানবাহন পারাপারে বেড়েছে গতি। ফলে রাতের বেলা আর অপেক্ষা করতে হচ্ছে না যাত্রীদের।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ঘাটে যানবাহনের চাপ ছিলো অনেকটাই কম। সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রী উপস্থিতি বেড়েই চলেছে। কর্মস্থল ছুটি হলে আজ বিকেল থেকে ঘাটে চাপ বাড়তে পারে কয়েকগুণ বেশি।
সরেজমিনে দেখা যায়, ঘাটে পার্কিং ইয়ার্ডে ব্যক্তিগত গাড়ির সারি। তবে গত কয়েকদিনের তুলনায় সংখ্যা অনেকটাই কম। পূর্বের নির্দেশনা অনুযায়ী ফেরি দিয়ে এসব ব্যক্তিগত ও হালকা যানবাহন পারাপার করা হচ্ছে।
পিকআপ-মিনি ট্রাক পারাপার বন্ধের নির্দেশনা থাকলেও ঘাট এলাকায় অপেক্ষায় রয়েছে এ ধরনের শতাধিক যানবাহন। তবে পর্যায়ক্রমে পারাপারে সকাল ১০টার দিকে ব্যক্তিগত যানবাহনের চাপ কমে আসে একেবারেই।
লঞ্চ ও স্পিডবোট ঘাটে দেখা যায়, যাত্রীদের ক্রমাগত আগমন অব্যাহত রয়েছে। কয়েকগুণ বেড়েছে উপস্থিতি।
বিআইডব্লিউসিটি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, দুই নৌরুটে ২টি মিনি রোরো, ২টি ডাম্প ও ২টি কেটাইপসহ ৯টি ফেরি সচল রয়েছে।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. সোলেইমান জানান, বৃহস্পতিবার ৫টি লঞ্চ ও ৩টি স্পিডবোট বেড়েছে। শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি দুই নৌরুটে ৮৫টি লঞ্চ ও ১৫৫ স্পিডবোট সচল রয়েছে।
আরাফাত রায়হান সাকিব/এফএ/জিকেএস