নুর হোসেন রেইন,সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন পরিষদে জেলা পরিষদের অর্থায়নে সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন, বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন।
পরে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চত্বরে বৈদ্যুতিক ফ্যান বিতরণ কালে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। শেষে ইফতার মাহফিলে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।
The post সাঘাটায় জেলা পরিষদের অর্থায়নে সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক ফ্যান বিতরণ appeared first on গোবি খবর.