ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর বাঁধ নির্মাণের সময় ১০০ বছরের পুরনো একটি খালের মুখ বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহ ধরে বন্ধ আছে খালের মুখ। ফলে বর্ষায় জলবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ৩০০ বিঘা জমি আনাবাদি থাকার আশঙ্কা করছেন কৃষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, ‘সদাই’ নামে পরিচিত খাল দিয়ে বিষখালী নদী থেকে জাঙ্গালিয়া নদীতে যাওয়া যেত। ১০০ বছরের পুরনো এ খালটির জাঙ্গালিয়ার মাথা অনেক আগেই ভরাট হয়ে গেছে। সম্প্রতি বিষখালী নদীর পাড় দিয়ে সদাই খালের ওপর দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এ সময় কালভার্টসহ কালভার্টের নিচে পানি যাওয়া-আসার পথও বন্ধ করে দেওয়া হয়। বাঁধ নির্মাণ কাজ পান স্থানীয় ইউপি সদস্য সবুর ফকির।
বাসিন্দা আব্দুর রহমান, বেল্লাল হোসেন, জব্বার মিয়া, আব্দুস ছত্তার জানান, হঠাৎ খালের মুখ বন্ধ করায় জেলেদের নৌকা ভেতরে ও বাইরে আটকা পড়ে আছে। এছাড়া এলাকায় গভীর নলকূপ না থাকায় বাসাবাড়ির রান্না, গোসল, হাঁড়িপাতিল ধোয়ার কাজে এ খালের পানি ব্যবহার হতো। এমনকি স্থানীয়রা খালের পানি ফুটিয়ে পান করতেন। খালের পানি বেড়ে ফসলি জমিতে প্রবেশ করলে কৃষকরা চাষাবাদ করে ধান ফলান। এছাড়া শুকনো মৌসুমে শীতকালীন ফসলের ক্ষেতে এ খালের পানি ব্যবহার করে থাকেন। এখন খালের মুখ বন্ধ করায় বর্ষায় পানি আটকা পড়ে জলাবদ্ধতার দেখা দিবে। এতে প্রায় ৩০০ বিঘা জমি অনাবাদি হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।
এ বিষয়ে জানতে চাইলে বেড়িবাঁধ নির্মাণের ঠিকাদার সবুর ফকির বলেন, ‘রেকর্ডীয় খাল বন্ধ করে রাখার কোনো সুযোগ নেই। স্থানীয় এক লোক একটি পুকুর খনন করবে বলে খালের মুখ বন্ধ করা হয়েছে। খবর পেয়ে আমি গত সোমবার ঘটনাস্থলে গিয়ে খালের মুখ খোলার ব্যবস্থা করে আসি। এরপরও খালের মুখ না খোলা থাকলে বিষটি আমি দেখছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন জাগো নিউজকে বলেন, ঠিকাদারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আতিকুর রহমান/এসজে/এএসএম