মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

সীতাকুণ্ডে গলায় কাচ ঢুকে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় কাচ ঢুকে জয়নাল আবেদীন (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সোমবার রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধের ছেলে কামরুল হোসেন জানান, সোমবার ইফতারের পর হঠাৎ করে মাথা ঘুরে প্রথমে জানালার কাঁচে আঘাত পান। পরে কাচ ভেঙ্গে গলায় ঢুকলে গুরুতর আহত হন তার বাবা। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, সীতাকুণ্ড থানার গুলিয়াখালী ৩ নম্বর চাঁনমিয়া মোল্লার বাড়ির ফোরক আহমেদের ছেলে জয়নাল আবেদীন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, জানালার কাচ ভেঙে গলায় ঢুকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৮টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন/একেআর/জিকেএস



Advertiser