আলমগীর বাবু,চাঁদপুর প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে ০৯ এপ্রিল “২২ “খ্রিঃ তারিখ বৃহস্পতিবার পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকাস্থ মোঃ ইউনুস প্রধানীয়ার হোটেলের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রাসেল হোসেন (১৯),পিতা- মৃত জাকির হোসেন, মাতা- সুরাইয়া বেগম কে ৫(পাঁচ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা । উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
দিনের বিকাল ৫ টায় অপর এক অভিযানে পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডস্থ শ্যামল হেয়ার কাটিং নামীয় সেলুনের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ কবির হোসেন (২৭), পিতা- আব্দুল মোতালেব, মাতা- আনোয়ারা বেগমকে ২(দুই) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা । উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
The post চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ০৭কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার appeared first on গোবি খবর.