মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একটি ভিডিও বার্তায় প্রথমেই সালাম দিয়ে তিনি ঈদের শুভেচ্ছা জানান। কানাডা এবং বিশ্বের অন্যান্য দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানান তিনি।
একটি ভিডিও বার্তায় ট্রুডো বলেন, রমজান মাস সারাবিশ্বের মুসলিমদের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।
তিনি বলেন, এ বছর অটোয়াতে একটি ইফতারের আয়োজন করতে পেরে এবং ক্যামব্রিজে মুসলিমদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি বেশ আনন্দিত। রমজান মাসে বিভিন্ন মসজিদে মুসলিমরা তাদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে নামাজ আদায় করেন।
Eid Mubarak! I’m sending my warmest wishes to all Muslims who are celebrating Eid al-Fitr and marking the end of Ramadan. After a month of prayer, fasting, and giving back, I hope you’re able to enjoy this time of celebration and community. https://t.co/179sOfVl39 pic.twitter.com/EwBFeTv5PJ
— Justin Trudeau (@JustinTrudeau) May 1, 2022
তিনি মুসলিমদের নিরাপত্তার বিষয়েও আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ইসলামভীতি বাড়ছে। এ বিষয়ে আমি আপনাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়ে শুনেছি। আপনাদের ধৈর্য্য এবং সহনশীলতার বিষয়টিও আমি জানি। কিন্তু আপনারা জানেন যে কানাডা বৈচিত্রপূর্ণ দেশ।
ট্রুডো বলেন, এখানে প্রত্যেকে নিরাপদ। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কানাডার উন্নয়নের পেছনে মুসলিম সম্প্রদায়ের মানুষের সমান অংশ গ্রহণ রয়েছে। আর আমরা সবাই মিলে সেই আনন্দই উদযাপন করছি। আমার স্ত্রী সোফি এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
টিটিএন/জিকেএস