বুধবার, ২৫ মে, ২০২২

মাছ শিকারে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে বৃষ্টিতে মাছ শিকারে বের হয়ে বজ্রপাতে মানিক মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। মানিক কেরোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির উল্লাহ পন্ডিত বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। তখন কৈ মাছ শিকারের জন্য টেঁটা নিয়ে মানিক ঘর থেকে বের হয়। এ সময় বজ্রাঘাতে তিনি মারা যান। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য শিপন মোল্লা বিষয়টি জাগো নিউজকে বলেন, ঝড়-বৃষ্টিতে মাছ শিকার করা মানিকের সখ ছিল। মাছ শিকারে বের হয়েই বজ্রপাতে তিনি মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মানিকের মরদেহ বাড়িতে রাখা হয়েছে।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কাজল কায়েস/এসজে/এমএস



Advertiser