রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে এবার বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বসছে বিএনপি। শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৪ মে) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। প্রথমদিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে বৈঠক করে।
কেএইচ/এএএইচ/এএসএম