সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুট প্রসেজিং প্রশিক্ষক নূরে জান্নাত ময়নার সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও উপজেলার প্রায় শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।
The post সাপাহারে বিশ্ব মা দিবস উদযাপন appeared first on গোবি খবর.