রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাহাঙ্গীর (২৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) ভোরের দিকে খিলক্ষেতের খাঁ পাড়া এলাকার হানিফের রিকশা গ্যারেজে এই ঘটনা ঘটে।
ওই রিকশাচালকের সহকর্মী মো. আয়নাল বলেন, আমরা রিকশা গ্যারেজে থাকি। ভোরের দিকে লাইন হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকেন জাহাঙ্গীর। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মৃত জাহাঙ্গীরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
জেডএইচ/জেআইএম