প্রেমিকের কথায় রেগে গেল প্রেমিকা
গভীর রাতে রসু খা আর তার প্রেমিকা একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। হঠাৎ রসু খা আকাশের দিকে তাকিয়ে বলল-
রসু: ওই তারাটা কে জানো?
প্রেমিকা: কে?
রসু: ওটা হলে তুমি।
এ কথা শুনে প্রেমিকা রসু খার গালে একটি চর দিলো-
রসু: তুমি আমাকে মারলে?
প্রেমিকা: অত উঁচু থেকে পড়ে গেলে মরে যাবো না!
****
পাত্রীর ছোট বোনকে পছন্দ
পল্টু বিয়ে করবে, মেয়ে দেখতে গেছে-
মেয়ের বাবা: এই হলো আমার বড় মেয়ে টুম্পা, যার সাথে তোমার বিয়ে হবে। পড়ালেখা তেমন করতে পারেনি, ইন্টারমেডিয়েটে ২ বার ফেল। আর এই হলো আমার ছোট মেয়ে রুম্পা, এবার ইন্টারমেডিয়েট পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
পল্টু: আমি আপনার ছোট মেয়েকে বিয়ে করবো।
মেয়ের বাবা: কেন?
পল্টু: আপডেটেড সফটওয়্যার থাকতে ব্যাকডেটেডটা নেব কেন?
****
বাসর রাতে স্ত্রীকে যা বলল স্বামী
বাসর রাতে পল্টু তো খুব দ্বিধায় পড়ে গেল! স্ত্রীর সাথে কী কথা বলবে সে? আধা ঘণ্টা অনেক চিন্তা-ভাবনা করল। তারপর হুট করেই তার স্ত্রীকে বলল-
পল্টু: আপনার বাসার লোকেরা কি জানে?
স্ত্রী: কী জানবে?
পল্টু: আজকে যে আপনি এখানে থাকবেন।
এমআইএইচ/জেআইএম