বুদ্ধি বাড়ানোর উপায়
ফেরিওয়ালা: ছুরি-চাকু ধারালো করবেন নাকি ছুরি-চাকু
লাল্টু: ভাই, আর কিছু ধারালো করা যায় না?
ফেরিওয়ালা: আর কী ধারালো করতে চান?
লাল্টু: আমার বুদ্ধিও কি ধারালো করা যায় না!
ফেরিওয়ালা: যাবে, তবে সেই বুদ্ধিটা তোমার আছে? সেই বুদ্ধি আগে নিয়ে আসো দেখি
****
ভবিষ্যৎ কালের উদাহরণ
শিক্ষক: ‘আমি তোমাকে থাপ্পর মারলাম’- এর ভবিষ্যৎ কাল কী হবে?
নান্টু: স্যার, বিকেলে বাড়ি ফেরার সময় আপনার মোটরসাইকেলের চাকা পাংচার দেখতে পাবেন।
****
দ্বিতীয় বার যে ভুল করে মানুষ
স্ত্রী: লোকজন ঠিকই বলে আসলে, যেখানে একবার কেউ ধোঁকা খায়; সেখানে আর দ্বিতীয়বার যায় না!
স্বামী: একদম ভুল কথা!
স্ত্রী: ভুল! কীভাবে?
স্বামী: আমি নিজে-ই তো একবার ভুল করে যে জায়গায় গেছি; হেই জায়গায় বারবার যাই!
স্ত্রী: কোথায় সেটা?
স্বামী: কোথায় আবার? আমার শ্বশুরবাড়ি!
কেএসকে/