রবিবার, ১৫ মে, ২০২২

রেদোয়ানের মুক্তির দাবিতে এলডিপির ৫ দিনের কর্মসূচি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ মে) রাতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ড. রেদোয়ান আহমেদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন এলডিপির নেতাকর্মীরা।

রোববার (১৫ মে) সকালে এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার (১৬ মে) সকাল ১০টায় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৮ মে গণতান্ত্রিক যুবদলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে। পরদিন ১৯ মে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করবে গণতান্ত্রিক কৃষকদল। আগামী শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ করবে গণতান্ত্রিক শ্রমিকদল। এছাড়াও ২১ মে গণতান্ত্রিক আইনজীবী ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এলডিপির সব স্তরের নেতাকর্মীদের এসব কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বৈঠকে এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, ড. নেয়ামুল বশির, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/কেএসআর/এমএস



Advertiser