চট্টগ্রামের পটিয়ায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় জয়নাল আবেদীন (২৩) নামে এক বাইকার নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়ার শান্তিরহাট সংলগ্ন বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে বাইকে থাকা অন্য আরোহী অক্ষত রয়েছেন। নিহত জয়নাল আবেদীন চট্টগ্রামের হাটহাজারী থানাধীন পশ্চিম দেওয়ানঘর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
শিকলবাহা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাফফর হোসেন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হাটহাজারী থেকে ৮-১০টি বাইক নিয়ে একটি দল কক্সবাজার যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বোর্ড অফিস এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অজ্ঞাত বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাইকে থাকা আরোহী ছিটকে রাস্তার বাইরে গেলেও বাইকচালক জয়নাল সড়কে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ইকবাল হোসেন/বিএ/জিকেএস