ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের (আইইবি) প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্বোধন করা হলো ডিজিটাল ডিসপ্লেযুক্ত গেট। একই সঙ্গে আইইবি চত্বরে শহীদ প্রকৌশলী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উন্মোচন করা হয়েছে।
শনিবার (৭ মে) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে-২০২২’ উপলক্ষে রাজধানীর রমনায় আইইবি চত্বরে এক র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতর থেকে শুরু হয়ে মৎসভবনের সামনে থেকে ঘুরে আবার আইইবি চত্বরে গিয়ে শেষ হয়। পরে আইইবির সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদা স্মৃতিস্তম্ভ উন্মোচন ও ডিজিটাল ডিসপ্লেযুক্ত গেটের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটকে উন্নত করতে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। শহীদ প্রকৌশলীদের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ তিনিই প্রতিষ্ঠা করে দিয়েছেন।
এ সময় শহীদ প্রকৌশলীদের জন্য দোয়া করা হয়। এতে আইইবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এমআইএস/এমএইচআর/এএসএম