রবিবার, ৮ মে, ২০২২

গোবিন্দগঞ্জে কোচের সাথে পিকআপের সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

মনজুর হাবীব মনজু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচের সাথে বিপরীত দিক থেকে আসা মাছ পরিবহণকারী আরেকটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক ব্যবসায়ী। আজ রোববার (০৮ মে) বেলা ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কালিতলা গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচ হানিফ পরিবহণ (ঢাকা মেট্রো- ব-১৪-৫৯৮২) এর সাথে রংপুরমূখী একটি মাছ বহণকারী পিকআপের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপের এক পাশের্^র ডালা খুলে ২ মাছ ব্যবসায়ী ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় নিরব (৩০) নামের এক জন ঘটনাস্থলেই মারা যান। ছিটকে পড়া গুরুতর আহত দুলাল নামের আরেক জনকে চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় প্রেরণ করা হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার সাথে সাথে পিকআপ ভ্যানটি পালিয়ে গেলেও ঘটনাস্থলেই আটকে আছে হানিফ পরিবহণের কোচটি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুন্নবী প্রধান ও ফায়াস সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

The post গোবিন্দগঞ্জে কোচের সাথে পিকআপের সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত appeared first on গোবি খবর.



Advertiser