চট্টগ্রামের মীরসরাইয়ে আইল্যন্ডে ধাক্কায় পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মে) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মুসলিম উদ্দিন (৫৫) চট্টগ্রাম হালিশহর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়ি চলতে চলতে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা খায়। তাৎক্ষণিক ট্রাক উল্টে চালক নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ট্রাক ও চালকের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব আলম জাগো নিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসজে/জিকেএস