বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

আজকের জোকস: মুরগি চোরের পাপমুক্তি

মুরগি চোরের পাপমুক্তি
গির্জায় এক চোর এসে ফাদারকে বলছে—
চোর: ফাদার, আমি একটি মুরগি চুরি করেছিলাম। সেটা নিয়ে আপনি আমাকে পাপমুক্ত করবেন?
ফাদার: না, এভাবে হয় না। তুমি যার মুরগি তাকে ফেরত দিয়ে আসো।
চোর: ফেরত দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মুরগির মালিক ফেরত নিতে চায় না।
ফাদার: সেক্ষেত্রে তুমি পাপমুক্ত। কারণ তুমি মুরগির মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করেছিলে।

চোর খুশি মনে মুরগি নিয়ে বাড়ি চলে গেল। ওদিকে ফাদার বাড়ি ফিরে দেখেন তার মুরগি নেই।

****

স্বামীর পছন্দ খারাপ
স্ত্রী: তোমার সব কিছুই থার্ড ক্লাস!
স্বামী: কেন বলো তো?
স্ত্রী: তোমার পছন্দের কোনো কিছুই ভালো নয়।
স্বামী: ভুলে যাচ্ছ কেন, আমি তোমাকে পছন্দ করেই বিয়ে করেছি।
স্ত্রী: এই একটা পছন্দই ঠিকঠাক ছিল।

****

মোটা স্ত্রী ও তার পাতলা স্বামী মিলে এক চোরকে ধরে ফেলেছে। স্ত্রী চোরের পিঠে চড়ে বসে স্বামীকে বললো—
স্ত্রী: ছুটে গিয়ে পুলিশ ডেকে নিয়ে এসো।
স্বামী: জুতা খুঁজে পাচ্ছি না।
স্ত্রী: দেরি করছ কেন?
স্বামী: জুতা জোড়া খুঁজে নেই।
চোর: ওরে ভাই, তাড়াতাড়ি যা। আমার চটি জোড়া পরে যা না!

কেএসকে/এএসএম



Advertiser