প্রতিদিন কয়েক কোটি ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। বিশ্বের প্রায় সব দেশেই ব্যবহার হচ্ছে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের প্ল্যাটফর্মটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নতুন ফিচার আনছে তারা।
তবে এরই মধ্যে অসংখ্য নতুন ফিচার এসেছে প্ল্যাটফর্মটিতে। অনেক ব্যবহারকারী এখনো সেগুলোর সঠিক ব্যবহার জানেন না। তেমনই একটি ফিচার পিন চ্যাট। এই ফিচারের মাধ্যমে চাইলেই আপনার গুরুত্বপূর্ণ চ্যাট পিন করে রাখতে পারেন। অনেক বেশি মেসেজ আসার ফলে প্রিয়জনের মেসেজ হারিয়ে যায়। সঠিক সময়ে রিপ্লাইও দিতে পারেন না।
এখন থেকে আপনার প্রিয়জন কিংবা অফিসের গুরুত্বপূর্ণ চ্যাট পিন করে রাখুন। এতে কোনো জরুরি মেসেজ চোখ এড়াবে না। খুব সহজেই কাজটি করে নিতে পারবেন। এজন্য-
> প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
> যে চ্য়াট পিন করতে চাইছেন সেই চ্যাটের উপর লং প্রেস করে থাকুন।
> এরপর একদম উপরে বেশ কয়েকটি আইকন দেখা যাবে।
> সেখানেই একদম প্রথমে পিনের মতো দেখতে একটি আইকন থাকবে।
> সেখানে ট্যাপ করলেই চ্যাট পিন হবে।
চ্যাট পিন করা সম্পন্ন হলে একদম উপরে থাকা মোট তিনটি চ্যাটের মধ্যে সেগুলো ফিক্স হয়ে যাবে। যত মেসেজই আসুক না কেন ওই তিনটি চ্যাট কোনোভাবেই সরবে না।
কেএসকে/জেআইএম