মঙ্গলবার, ৩ মে, ২০২২

বাড়ি ফেরার পথে প্রাণ গেলো সাবেক ইউপি সদস্যের

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মেম্বার মোকতার হোসেন সরদার (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোকতার হোসেন মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রাম এলাকার মৃত নূর মোহাম্মদ সরদারের ছেলে।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, সোমবার (২ মে) রাত ১১টার দিকে আশোকাঠী বাসস্ট্যান্ড থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন মোকতার হোসেন। বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠী ব্রিজের ঢালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

পথচারীরা উদ্ধার করে প্রথমে তাকে আশোকাঠী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট মো. মাহবুবুর রহমান জানান, রাতের অন্ধকারে এ দুর্ঘটনা ঘটেছে। তাই মোকতার হোসেনকে ধাক্কা দেওয়া মোটরসাইকেলের চালককে শনাক্ত করা যায়নি। তাকে শনাক্তের চেষ্টা চলছে।

সাইফ আমিন/এফএ/জিকেএস



Advertiser