বিয়ের ২৫ বছর পর ৬ লাখ রুপির বিনিময়ে ভাড়াটে খুনির মাধ্যমে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গত ১৭ মে ওই ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়ার পর ওই নারীসহ তিনজনকে আটক করে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত ওই নারীর অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ২৯ বছর বয়সী এক যুবকের সঙ্গে। সেই সম্পর্ক স্থায়ী করতে এমন ঘটনা ঘটান অভিযুক্তরা।
কেন্দ্রীয় ডেপুটি কমিশনার শ্বেতা চৌহান জানান, অভিযুক্তরা হলেন, ৪৯ বছর বয়সী জেবা কুরেশি, তার কথিত প্রেমিক ২৯ বছর বয়সী শোয়েব এবং ভাড়াটে খুনি ভিনিত গোস্বামী।
ওই নারীর স্বামী নিহত মইনুদ্দিন কুরেশি ছিলেন একটি ওয়ার্কশপের মালিক। দরিয়াগঞ্জে গত ১৭ মে তাকে গুলি করে হত্যা করা হয়। পরে এই হত্যার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন নিহত কুরেশির ভাই রুকুনুদ্দিন। এরপর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী পুলিশকে জানান, ২৫ বছর আগে অল্প বয়সে কুরেশির সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, কুরেশি প্রায় মদ্যপান করতেন এবং ভবঘুরে স্বভাবের ছিলেন। তিনি ডিভোর্স দিতেও চেয়েছিলেন।
তিনি জানান, দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোয়েবের সঙ্গে তার আলাপ হয় এবং তারা দেখা করেন। অভিযুক্ত জেবা বলেন, তিনি শোয়েবকে বিয়ে করতে চান। ফলে জেবা তার স্বামীকে খুন করতে শোয়েবকে প্ররোচিত করেছিলেন। এরপর শোয়েব ভিনিত গোস্বামীকে ভাড়া করেন এবং চুক্তি করেন ৬ লাখ রুপির বিনিময়ে কুরেশিকে হত্যা করার।
এরপর তারা দুজন মিলেই ওই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। গত ১৭ মে বাইকে করে গিয়ে কুরেশিকে পরপর গুলি চালিয়ে সটকে পড়েন অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, শোয়েব একজন ব্যবসায়ী এবং গোস্বামীর বিরুদ্ধে উত্তর প্রদেশে তিনটি মামলা রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএনআর/টিটিএন/জিকেএস