শুক্রবার, ৩ জুন, ২০২২

সুজনের কথায় যুদ্ধবিরোধী গানে নচিকেতা

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। সম্প্রতি বাংলাদেশের জন্য তিনি গাইলেন একটি নতুন গান। এনামুল কবির সুজনের লেখা গানটি সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।

'শান্তি আসুক ফিরে' শিরোনামের গানটিতে নচিকেতা কণ্ঠ দিয়েছেন কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে। কলকাতা থেকে ফিরে জয় শাহরিয়ার নতুন গানটি সম্পর্কে বলেন, 'গানের কথার বিষয়ে নচিদা বরাবরই সচেতন। আমিও তাই। এবারের গানটি যুদ্ধ বিরোধী গান, শান্তির গান। সমসাময়িক এই গানটি এই সময়ের কথা ধরে রাখবে যুগ যুগান্তরে।'

নতুন গান নিয়ে নচিকেতা বলেন, 'জয় আমার প্রিয় সংগীত পরিচালকদের একজন। ওর গান আমার ভালো লাগে। আগেও বেশ ক'বার করেছি। বরাবরের মতো এবারের কাজটাও ভালো হয়েছে।

আশা করি আমাদের শ্রোতারা নিরাশ হবেন না। বাংলাদেশের সবার জন্য রইলো আমার ভালোবাসা।'

গীতিকবি এনামুল কবির সুজন বলেন, 'নচিকেতা আমাদের স্বপ্নের শিল্পী। সম্প্রতি কবীর সুমনের জন্য গান লিখেছি। এবার লিখলাম নচিকেতার জন্য। আমার গীতিকবি জীবনে এ এক অনন্য প্রাপ্তি। সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ আর অশান্তি পৃথিবীজুড়ে তার প্রতিবাদেই এই গান। শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই এই গান করা।'

রূপকথা প্রডাকশন্সের প্রযোজনায় গানটি শীঘ্রই মুক্তি পাবে নতুন বাংলাদেশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম দোতরায়। এছাড়া রূপকথা মিউজিক ইউটিউব চ্যানেল ও অন্যান্য আন্তর্জাতিক প্লাটফর্মে প্রকাশ পাবে অফিশিয়াল অডিও-ভিডিও।

এলএ/জিকেএস



Advertiser