নূর হোসেন রেইন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওয়ারেছ আলী প্রধানের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালীদের জন্য ৫ হাজার বছরের বাঙালীর ইতিহাসে প্রথমবারের মতো বাঙ্গালীদের জন্য জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, বিএনপি-জামাত এবং দেশ বিরোধী অপশক্তি অপচেষ্টা চালাচ্ছে। সেটির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় আগুন, ট্রেনে আগুন এ সমস্ত ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে বাংলাদেশে একটি বিশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছেন তারা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়ক রংপুর বিভাগ সাখাওয়াত হোসেন শফিক, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, আওয়ামী লীগ সদস্য সফুরা বেগম রুমি, হোসনে আরা লুৎফা ডালিয়া, এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
পরে গাইবান্ধা সার্কিট হাউসে রাতে অ্যাডভোকেট এস এম সামশীল আরেফীন টিটুকে সভাপতি নাছিরুল আলম স্বপনকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদে সাঘাটা উপজেলা শাখা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।
The post সাঘাটায় আওয়ামী লীগের সভাপতি টিটু সম্পাদক স্বপন appeared first on গোবি খবর.