রবিবার, ২৬ জুন, ২০২২

ব্যবসায়ীকে হত্যার পর ৬ লাখ টাকা ‘লুট’

ফরিদপুরে শরীফ শেখ (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে হত্যার পর ৬ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুন) সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিল থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ী কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে শরীফের কাঁচামালের দোকান রয়েছে। পরিবারের অভিযোগ তার কাছে থাকা ৬ লাখ টাকা লুট করার জন্যই হত্যা করা হয়েছে।

কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জাগো নিউজকে জানান, নিহত ব্যবসায়ী শরীফ শনিবার রাত ১০টার পর থেকেই নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা গাবির বিলের মধ্যে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরেদহ উদ্ধার করে। শরীফের মাথা কুপিয়ে তিনটি খণ্ড করে ফেলে রাখা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এফএ/এএসএম



Advertiser