সোমবার, ৬ জুন, ২০২২

মিরপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে দিশেহারা পোশাক শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে আন্দোলনরত শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১৩ নম্বরে সড়ক অবরোধ করে কয়েকশ গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

এ সময় মিরপুর-১৩ থেকে ১৪ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভ শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর সড়কে আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

মিরপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ

এরপর শ্রমিকরাও মারমুখী হয়ে ওঠে। তারাও পুলিশকে লক্ষ্য করে এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ ঘটনার ১০ মিনিট পর আন্দোলনকারীরা পিছু হটে ১৪ নম্বরের দিকে চলে যায়। এ সময় পুলিশ কয়েকজন শ্রমিককে আটক করেছে বলে খবর পাওয়া যায়।

এ ব্যাপারে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রল) মাহবুব বলেন, শ্রমিকরা মিরপুর-১৪ নম্বরের রাস্তায় অবস্থান নিয়েছিলো। তারা পুলিশ স্টাফ কলেজের সামনে দাড়িয়ে বিক্ষোভ করেছে। তবে আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

এসএম/এমপি/জিকেএস



Advertiser