বুধবার, ২৯ জুন, ২০২২

২৪ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো কেরামতের মরদেহ

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন মাদার নদীতে পড়ে নিখোঁজ কেরামতের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বুধবার (২৯ জুন) সকালে স্থানীয় ইউপি সদস্য শমসের আলীর বাড়ির সামনের নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রায়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস জাগো নিউজকে বলেন, জেলের কেরামতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য লিখিত আবেদন করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮জুন) সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলে কেরামত নিখোঁজ হন। তিনি কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে।

আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম



Advertiser