মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

ইঞ্জিনিয়ার মোশাররফের ভাই মোহতেশামের জামিন আবেদন খারিজ

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মোহতেশাম হোসেন বাবরের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষে মঙ্গলবার (১৪ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল খারিজ করে এই রায় দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, কোর্ট বলেছেন মানি লন্ডারিং একটি সিরিয়াস অফেনস (গুরুতর অপরাধ)। আপিল ডিভিশনের পর্যবেক্ষণ অনুসারে মামলাটিতে বিরাট অংকের টাকা জড়িত বলেও মন্তব্য করছেন আদালত।

এর আগে গত ১৭ মে হাইকোর্টের একই বেঞ্চ জামিনের বিষয়ে রুল জারি করে আদেশ দেন।

রুলে খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মথ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিল।

এর আগে গত ১৬ মে বাবর জামিন চেয়ে আবেদন করেন। ওইদিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করা হয়।

২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় ওই অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

পরবর্তী সময়ে ওই বছরের ৩০ সেপ্টেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। সেই সঙ্গে বাবরসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর গত ৭ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলার চার্জশিটভুক্ত আসামি খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এফএইচ/এমএইচআর/এমএস



Advertiser