পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একুশে টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে কনসার্ট ‘জয় বাংলার জয়’। আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের গর্ব স্বপ্নের পদ্মা সেতু। শনিবার সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন নিজস্ব অর্থায়নে নির্মিত সেতু।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করতে যাচ্ছে ‘ফোনো লাইভ ষ্টুডিও কনসার্ট-জয় বাংলার জয়’। ২৪ জুন রাত ১১টা ৩০ মিনিটে একুশের স্টুডিও থেকে সরাসরি সম্প্রসারিত হবে এই কর্নসার্টটি।
এতে শিল্পী হিসেবে থাকবেন ফকির শাহাবুদ্দিন ও চৈতী মুৎসুদ্দী। লাবন্য সালসাবিলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন।
কনসার্টে টেলিফোনে সংযুক্ত হয়ে গানের জন্য অনুরোধ করার ও পদ্মা সেতুর উদ্বোধনে আনন্দ আয়োজনে অংশ নেয়ার সুযোগ থাকবে দর্শকদের।
এলএ/এমএস