রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রথখোলা কামারবাড়ী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর অবৈধ কমিটি বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকালে সমিতির সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- কামারবাড়ী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ হাবিবুর রহমান, রুবেল মেম্বার, হারুনুর রশিদ ও ফারুক ফকির।বক্তাগণ সদস্যদের অগোচরে অবৈধ কমিটিকে বাতিল করে অনতিবিলম্বে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। এ ব্যাপারে মানব বন্ধনে উপস্থিত সদস্যগণ নির্বাচনের দাবিতে জেলা সমবায় অফিসার ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
The post সরিষাবাড়ীতে পুনরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন appeared first on গোবি খবর.