শুক্রবার, ১ জুলাই, ২০২২

‘বাসা থেকে বাটিতে ভাত দিয়ে গেছে, লাইনে বসেই খেয়েছি’

‘গতকাল বিকেল পাঁচটায় ট্রেনের টিকিট কাটতে লাইনে এসে দাঁড়িয়েছি। রাতে বাসা থেকে এসে বাটিতে করে ভাত দিয়ে গেছে ভাই। লাইনে বসেই সেই ভাত খেয়েছি। সারারাত অপেক্ষার পর সকালে টিকিট পাইছি এতেই খুশি।’

শুক্রবার (১ জুলাই) সকালে সোয়া ৮টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে জাগো নিউজকে এভাবেই টিকিট কাটার কষ্টের কথা বলেন মজিবর রহমান।

তিনি জানান, আরামবাগে তার ব্যবসা রয়েছে। দুই ভাই ও ভাগিনাসহ সেখানেই থাকেন। ঈদুল আজহায় পরিবারের সঙ্গে ঈদ কাটাতে গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে যাবেন।

jagonews24

ট্রেনের অগ্রিম টিকিট কাটতে বৃহস্পতিবার (৩০ জুন) কমলাপুর আসেন মজিবর রহমান। সকালে টিকিট পাওয়ার পর জাগো নিউজকে মজিবর বলেন, ঈদে বাড়ি যেতে ট্রেনের অগ্রিম চারটি টিকিট কাটতে আসলাম।

তিনি বলেন, গতকাল বিকেল পাঁচটায় স্টেশনে এসে লাইনে দাঁড়াই। সারারাত সিরিয়ালেই ছিলাম।

ঈদযাত্রায় বাসে নানা দুর্ভোগের কথা তুলে ধরে মজিবর বলেন, বাসে ঠাকুরগাঁও যেতে অনেক সময় লাগে। জ্যামে পড়ে থাকতে হয়। অনেক ভোগান্তি। তাই টিকিট কাটতে সমস্যা হলেও ট্রেনে ঈদযাত্রায় ভোগান্তি অনেকটাই কম।

প্রায় ১৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়ার পর নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে মজিবর জানান, সারারাত অপেক্ষার পর সকালে টিকিট পেয়েছি এতেই খুশি।

jagonews24

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকায় ছয় স্টেশন এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশনে পাওয়া যাচ্ছে টিকিট।

এর মধ্যে ঢাকার কমলাপুর রেলস্টেশনে উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে। আর রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কমলাপুর শহরতলী প্ল্যাটফর্ম থেকে।

ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। তেজগাঁও রেলস্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট।

এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে মিলছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট। ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

আরএসএম/জেডএইচ/জিকেএস



Advertiser