শুক্রবার, ৮ জুলাই, ২০২২

পাটুরিয়া ঘাটে যানবাহনের চেয়ে ঘরমুখো মানুষের চাপ বেশি

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানবাহনের তুলনায় ঘরমুখো মানুষের চাপ বেশি। মধ্যরাত থেকে ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েকশ বাস ও ছোট গাড়ি আটকা পড়লেও বেলা ১১টার দিকে পারাপার স্বাভাবিক হয়ে আসে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে উত্তরবঙ্গের অনেক যানবাহন পাটুরিয়া ফেরি ঘাট দিয়ে পার হয়। রাতে যানবাহন ও যাত্রীর চাপ বাড়লে বাস ও ছোট গাড়ি আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ।

jagonews24

শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, গাড়ির দীর্ঘ সারি নেই। ফেরি এলেই সহজেই উঠতে পারছে। তবে গাড়ি থেকে ফেরিতে ঘরমুখো মানুষের ভিড় বেশি।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে পাটুরিয়া ঘাট হয়ে লক্ষাধিক মানুষ ফেরি পার হয়েছে। শুক্রবারও যাত্রীর চাপ আছে। রাতে আটকা পড়া সব যানবাহন পার হয়ে গেছে। বর্তমানে ঘাটে এসে কাউকে অপেক্ষায় থাকতে হচ্ছে না। বিকেল নাগাদ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

jagonews24

খালেদ নেওয়াজ আরও বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বর্তমানে ছোটবড় ২১টি ফেরি চলাচল করছে। গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাট হয়ে ৯ হাজার যানবাহন পার হয়েছে।

বি.এম খোরশেদ/এসজে/জিকেএস



Advertiser