বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা আজ

গত কয়েক দিন ধরে সারাদেশে চলা লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার)।

দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ভার্চুয়ালি যুক্ত হবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সভায় উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিদ্যুৎসংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

এমআইএস/জেএস/এএসএম



Advertiser