শনিবার, ৩০ জুলাই, ২০২২

ভেতরে গুচ্ছ ভর্তি পরীক্ষা, বাইরে অভিভাবকদের ভিড়

দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ভর্তি পরীক্ষা শুরু হয়, চলবে বেলা ১টা পর্যন্ত ৷ রাজধানীতে ইডেন মহিলা কলেজ ও গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (হোম ইকনোমিক্স কলেজ) কেন্দ্রেসহ এবার মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে৷

সরেজমিন এ দুটি কেন্দ্রে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থী-অভিভাবকরা কেন্দ্রের সামনে ভিড় করেছেন৷ যানজট এড়াতে অনেকে আগেভাগেই কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন৷

সুমাইয়া আক্তার শারমিন নামের এক পরীক্ষার্থী বলেন, প্রস্তুতি ভালো নিয়েছি৷ সঙ্গে আম্মু এসেছেন৷ যদিও একটু ভয় কাজ করছে৷ আশা করছি পরীক্ষা ভালো হবে৷

ছেলে ভর্তি পরীক্ষায় অংশ নেবে এজন্য নারায়ণগঞ্জ থেকে সঙ্গে এসেছেন আব্দুর রব ৷ তিনি বলেন, দুপুর ১২টায় পরীক্ষা শুরু৷ দূর থেকে এসেছি, তাই ভোরেই চলে এসেছি৷ সকাল ৯টার দিকে কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছি ৷ এখন আর চিন্তা নেই৷

শুধুমাত্র ইডেন মহিলা কলেজ কেন্দ্রেই ছয় হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে। আর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কেন্দ্রে অংশ নেবে দুই হাজার পরীক্ষার্থী৷

Admission1

এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় হওয়ায় এসব এলাকায় যানচালাচল সাময়িক অসুবিধার মধ্যে পড়েছে৷ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে৷

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য জাগো নিউজকে বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি৷ আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই ৷ ক্যাম্পাসের সামনের সড়কে শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতি অনেক। এজন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে৷ আশা করছি সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পারবো৷

আগামী ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষায় কৃতকার্য হতে ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩০ পেতে হবে। তবে এবার পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘ক’, ‘খ’ ও ‘গ’ এ তিনটি ইউনিটে ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এ ইউনিটে এক লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।

এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে আবেদন পড়েছে সবচেয়ে কম। এ ইউনিটে আবেদন করেছে ৪২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। আর মানবিকের জন্য নির্ধারিত ‘খ’ ইউনিটে আবেদন করেছেন ৯০ হাজারের কিছু বেশি শিক্ষার্থী।

নাহিদ হাসান/এমআইএইচএস/এমএস



Advertiser