বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

প্রাক্তন প্রেমিককে শেষ মেসেজে কী লিখেছেন জাহ্নবী?

শহিদ কাপুরের ছোট ভাই ইশান খট্টরের বিপরীতে বলিউডে প্রথম কাজ জাহ্নবী কাপুরের। এরপর প্রেমে পড়েন তারা। চুটিয়ে ডেটও করেন। ২০১৮ সালে ‘ধরক’ মুক্তি পাওয়ার পর যে প্রেম শুরু হয়েছিল, তা খুব বেশি হলে বছরখানেক চলে।

হিন্দুস্তান টাইমস বাংলা জানায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইশানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন জাহ্নবী কাপুর। জানান, তারা একে-অপরের কাজ নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, দেখা হলে এখনো ঠিক অতটাই টান অনুভব করেন।

এ বিষয়ে কথা বলেন ইশানও। তিনি বলেন, আমার মনে হয় আমরা দুজনেই এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমাদের যখনই দেখা হয় একটা উষ্ণতা থাকে। ‘যুগ যুগ জিও’র ‘রঙ্গসারি’ গানটা আসলে ধরকে ব্যবহার হওয়ার কথা ছিল। তাই আমরা যখনই ধরকের জন্য শ্যুটিং করতাম, এটা বাজতো। আর যখন এই গানটা প্রকাশ পেলো, আমরা দুজনেই দুজনকে মেসেজ করেছিলাম, ‘দেখেছ গানটা’? আসলে আমরা ভাবতাম এটা আমাদের গান আর খুব কাছের মনে হতো এটাকে।

‘রঙ্গসারি’র আসল গানটি গেয়েছেন কনিষ্ক শেঠ আর কবিতা শেঠ। যা ইনস্টাগ্রামেও খুব হিট। সেটাকেই রিমেক করে ব্যবহার করা হয় বরুণ আর কিয়ারার ‘যুগ যুগ জিও’ তে।

জাহ্নবী আর ইশানের ‘ধরক’ ছিল মারাঠি ছবি সাইরাতের রিমেক। এরপর ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘রুহি’ তে কাজ করেছেন জাহ্নবী। এখন মুক্তির অপেক্ষায় ‘গুড লাক জেরি’।

ইএ/এএসএম



Advertiser