শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

ঝুটন দত্তের দুটি কবিতা

নিশিযাপন

চাঁদ ডুবে গেছে এখনো বাকি আছে রাত,
আষাঢ়ী নীল সাদা আকাশকে মনে হবে ভোর-
বাঁশঝাড় বাতাবনে নিশিপোকার অপূর্ব কোরাসে;
এমন হিমেল হাওয়ার স্পর্শে জাগে প্রাণ।

দূর থেকে দেখেছি প্রবল নদীর ঢেউ,
কেরোসিন বাতি নিয়ে কুঁচ হাতে
ওপারে ছুটে যাচ্ছে মৎস্য অনুসন্ধানী দল।

****

পরবাসী

এ নগর কিংবা গ্রাম আমার নয়,
নাগরিক ধোঁয়া আর চির সবুজের বিস্তৃত
অঞ্চলজুড়ে মায়া ও ছায়ার খেলায় আমি তোমাদের কেউ নই।
তবুও বৈঠা হাতে বাউল সুরে বেয়ে যাই তরী,
আমি আজন্ম এক পরবাসী
তোমাদের সারাৎসার সংসারে।

এসইউ/জিকেএস



Advertiser