ডিজিটাল মাধ্যমের সুযোগ নিতে হবে, কিন্তু নিজস্ব সংস্কৃতি যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
শনিবার (১৩ আগস্ট) ‘রেগুলেশন অব ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্লাটফর্ম: দি নিড টু স্ট্রাইক দি রাইট ব্যালেন্স’ শীর্ষক এক সেমিনারের এসব কথা বলেন তিনি।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, এক সময় আমরা সকালে ঘুম থেকে উঠেই পত্রিকা কিংবা রেডিও সংবাদের অপেক্ষায় থাকতাম। এখন আমার একটা স্মার্টফোনই যথেষ্ট। ইন্টারনেট যুগে মোবাইলের মাধ্যমে প্রতিটি দেশকে গ্রামের মতো করে দেখি।
তিনি আরও বলেন, আমরা এক সময় বিটিভি দেখতাম। এখন দেশে অনেক স্যাটেলাইট টেলিভিশন চলে এসেছে। এর মানে পুরোনোকে ভুলে যাওয়া নয়, আমরা অবশ্যই নতুনকে স্বাগত জানাবো আবার পুরোনোকে ভুলবো না।
ডিজিটাল মাধ্যমের নিরাপত্তার বিষয়ে লক্ষ্য রাখার কথা বলেন মো. জসিম উদ্দিন। তিনি বলেন, আমাদের আইপিটিভিগুলো কনটেন্ট তৈরি করছে। অথচ তাদের এটার অনুমোদন এখনও নেই। সেটাও আমাদের দেখা উচিৎ।
ইএআর/জেডএইচ/এএসএম