মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

টিপু-প্রীতি হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র-মোটরসাইকেল উদ্ধার

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র ও ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) রাতে অস্ত্র-মোটরসাইকেল উদ্ধারসহ এই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমান রিপন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রের জন্য তিনজকে ও হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

টিটি/ইএ/জিকেএস



Advertiser