সোমবার, ৮ আগস্ট, ২০২২

কোভিড পজিটিভ হয়েও ফাইনাল খেললেন ম্যাকগ্রা

করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পরেও ভারতের বিপক্ষে কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের ফাইনাল ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহ্লিয়া ম্যাকগ্রা। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ম্যাকগ্রাকে খেলিয়েছে তারা।

রোববার ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় দলের সঙ্গে যোগ দেননি ম্যাকগ্রা। মুখে মাস্ক পরে একাই গ্যালারিতে বসে ছিলেন। পরে খেলোয়াড়রা সবাই ডাগআউটে বসলেও ম্যাকগ্রা সেই গ্যালারিতেই বসে থাকেন। যদিও ব্যাটিংয়ে নামার সময় মাস্ক পরে নামেননি তিনি।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসের দলের পক্ষ থেকে ম্যাচ চলাকালীন সময় এক বিবৃতি দিয়ে এ বিষয়টি পরিষ্কার করা হয়। তারা জানিয়েছে, ম্যাচ শুরুর আগে টুর্নামেন্টের বিশেষ দল ও ম্যাচের অফিসিয়ালদের সঙ্গে পরামর্শ করেই ম্যাকগ্রাকে মাঠে নামানোর অনুমতি পেয়েছে তারা।

jagonews24

বিবৃতিতে বলা হয়েছে, ‘রোববার মৃদু উপসর্গ দেখা দিলে ম্যাকগ্রার পরীক্ষা করা হয়, যেখানে পজিটিভ আসে। তাকে শুরুর একাদশে রাখা হয়েছিল এবং আইসিসিও অংশগ্রহণের অনুমতি দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফ এ বিষয়ে কিছু প্রটোকল দিয়েছে। যা অন্যান্যদের মধ্যে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কমিয়েছে।’

করোনা পজিটিভ হওয়ার পরেও আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ খেলার প্রথম ঘটনা এটি। ম্যাকগ্রাকে খেলানোর ব্যাপারে অনুমতি পাওয়ার জন্য ফাইনাল ম্যাচের টসেও খানিক বিলম্ব হয়েছিল। ইনিংসের ১১তম ওভারে ম্যাগ লেনিং রানআউট হলে উইকেটে যান ম্যাকগ্রা।

তবে বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি তিনি। পরের ওভারেই সাজঘরে ফিরে যান, করেন মাত্র ২ রান। আউট হয়ে ফেরার পর আবার গ্যালারিতে গিয়েই বসতে দেখা যায় তাকে। তবে পরে আবার ফিল্ডিং করতে দলের সঙ্গেই নামেন তিনি। বল হাতে ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ম্যাকগ্রা।

এসএএস/জিকেএস



Advertiser