বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

খেলার সময় পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরে ডুবে আয়াত হোসেন (৩) ও তানভীর হাসান (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার চেংগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান ভট্টু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার সকালে আয়াত ও তানভীর হোসেন বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বাড়ির লোকজন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। খেলা করার সময় দুই শিশুই পাশে পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাদের বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারহান তাদের মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফারহান জাগো নিউজকে বলেন, সকালে আয়াত ও তানভীর নামের দুই শিশু পানিতে ডুবে যাওয়ার পর স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

মাহাবুর রহমান/এফএ/জেআইএম



Advertiser