বুধবার, ৩ আগস্ট, ২০২২

খেলাই দেখেননি সোহান

তিনিই ছিলেন দলের অধিনায়ক। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে পুরোটাই নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির সময় আঙুলের চোটে পরে ছিটকে পড়েন উইকেটরক্ষক এই ব্যাটার।

সোহান অধিনায়ক থাকা অবস্থায় ১-১ সমতায় ছিল দল। প্রথম টি-টোয়েন্টিতে ২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে হারলেও সোহানের ব্যাটে চড়েই ১৮৮ পর্যন্ত গিয়েছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে তো ৭ উইকেটের বড় জয়ই তুলে নেয়।

শেষ ম্যাচে সোহান খেলতে পারেননি। বাংলাদেশও ১৫৭ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি। প্রথমবারের মতো জিম্বাবুয়ে কাছে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ।

দলের বাইরে ছিলেন। এই সিরিজ হার কতটা যন্ত্রণা দিয়েছে সোহানকে? তিনি জানালেন, শেষ টি-টোয়েন্টি ম্যাচটি দেখেনইনি। সোহান বলেন, ‘অবশ্যই খারাপ তো লাগবেই। হারলে তো খারাপ লাগবেই। আমিও থাকতে পারিনি, নিজের কাছে খারাপ লাগছে। যেহেতু খেলাও দেখিনি, কোনো মন্তব্যও করতে পারছি না। তবে সবাই নিজের জায়গা থেকে খুব চেষ্টা করেছে।’

চোটের কি অবস্থা? চলতি মাসের শেষদিকেই আছে এশিয়া কাপ। খেলতে পারবেন? সোহান আশাবাদী, ‘ইনশাআল্লাহ আশা করি এশিয়া কাপের আগে সেরে উঠব। কাল একটা এপয়েন্টমেন্ট আছে (ডাক্তারের সাথে)। এটার ওপর নির্ভর করছে। ইনশাআল্লাহ ৩ সপ্তাহের মধ্যে সেরে উঠব। ফ্র্যাকচার আছে, হাড় একটু সরে গেছে। আজ গতকালের চেয়ে একটু ভালো।’

এশিয়া কাপে এই বাংলাদেশ দল কেমন করতে পারে? সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। শ্রীলঙ্কা-আফগানিস্তান দুটো দলই খুব ভালো প্রতিপক্ষ। আমরা নিজেদের শতভাগ দিয়ে ঘাটতির জায়গাগুলোয় কিছুটা উন্নতি করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে। উন্নতির জায়গায় মনোযোগ দিতে হবে যাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করতে পারি। এশিয়া কাপের এখনও সময় আছে। ভিন্ন একটা টুর্নামেন্ট। মনে হয় না ওরকম প্রভাব ফেলবে।’

এনামুল হক বিজয় এতদিন পর দলে ফিরেও নিজেকে মেলে ধরতে পারলেন না। নাজমুল হোসেন শান্ত তো বরাবরই ভালো খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন দায়িত্বজ্ঞানহীন শট খেলে।

এই দুজনকে নিয়ে সোহানের মন্তব্য, ‘টি-টোয়েন্টিতে সবাই যে প্রতিদিন রান করবে এমন না। খেলোয়াড়দের খারাপ সময় ভালো সময় দুটোই যায়। কারও ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে এভাবে মন্তব্য করার চেয়ে আমার মনে হয় যার ভালো যাচ্ছে তাকে সমর্থন করা এবং যার খারাপ যাচ্ছে তার পাশে থাকা জরুরী।’

টি-টোয়েন্টিতে খারাপ করলেও ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী সোহান। কেননা ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ডও ভালো। সোহান বলেন, ‘আমরা টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে অনেক ভালো। ইনশাআল্লাহ ওয়ানডেতে আমরা খুব ভালো কিছু করব।’

এমএমআর/জেআইএম



Advertiser