চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ৬ হাজার ৬০০ লিটার চোরাই জ্বালানি তেলসহ দুটি ট্রাক এবং চোরাই সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ আগস্ট) মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টায় র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেফতাররা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন নারিকেল বাড়িয়া গ্রামের মৃত আবদুল গনির ছেলে মো. রাজিব হোসেন (২২) এবং লক্ষীপুর জেলার রামগতি থানাধীন শিক্ষাগ্রাম এলাকার মৃত আবদুল মালেকের ছেলে মো. কবির (২৬)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, সীতাকুণ্ড এলাকায় কয়েকটি সিন্ডিকেট সমুদ্রগামী জাহাজ থেকে চোরাই তেল সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করে আসছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফৌজদারহাট এলাকা থেকে দুই ট্রাকে ভর্তি ৩৩ ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়। এসব ড্রামে প্রায় ৬ হাজার ৬০০ লিটার তেল ছিল। এর বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৩০ হাজার টাকা। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর সীতাকুণ্ড মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
ইকবাল হোসেন/ইএ/এএসএম