রবিবার, ৭ আগস্ট, ২০২২

রূপনগরে জুয়েলারিতে ডাকাতি: ১৬ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ২

রাজধানীর মিরপুরের রূপনগরে স্বর্ণের দোকানে (জুয়েলারি) ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি করা ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

রোববার (৭ আগস্ট) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

তিনি বলেন, সম্প্রতি মিরপুরের রূপনগরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে আজ (রোববার) দুপুরে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

টিটি/কেএসআর/জেআইএম



Advertiser