রবিবার, ২৮ আগস্ট, ২০২২

শারজায় দুর্বার, পাশের দুই শহরেই ভারতের সঙ্গে পারে না পাকিস্তান!

কথায় বলে ‘প্রদীপের আলোর নিচেই গাঢ় অন্ধকার’- সেটা কিন্তু শুধুই প্রবচন নয়, বাস্তব ভিত্তিও রয়েছে। ক্রিকেটের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান দ্বৈরথেও আছে সেই প্রবচনের বাস্তব রুপ।

সীমিত ওভারের ক্রিকেটে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের সাফল্যের স্বর্গ শারজাহ। আরব আমিরাতের এই শহরেই ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে পাকিস্তান। কিন্তু কেউ কি জানেন, শারজাহ পাকিস্তানের সাফল্যর স্বর্গ হলেও আরব আমিরাতের অপর দুই রাজ্য দুবাই ও আবুধাবি কিন্তু তা নয়।

সেখানকার চিত্র উল্টো। দুবাই ও আবুধাবিতে পাকিস্তানের চেয়ে বরং ভারতের পাল্লা ভারি। ইতিহাস জানাচ্ছে শারজাহ, দুবাই ও আবুধাবি- তিন শহর মিলে আরব আমিরাতের মাটিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ২৮ বার। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১৯ বার, ভারতের জয় ৯ ম্যাচে এবং পাকিস্তানের ১৯ জয়ের ১৮টিই শারজায়।

যদিও শেষ ১৫বারের মোকাবিলায় ভারত জিতেছে ১০বার। তবু দুই চির প্রতিদ্বন্দ্বীর মহা দ্বৈরথে এখনও জয়ের পাল্লা ভারি পাকিস্তানের। ইতিহাস-পরিসংখ্যান জানাচ্ছে দুই দেশ এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে ১৩২বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে পাকিস্তান জিতেছে ৭৩ বার, ভারতের জয় ৫৫টি। আর ৪টি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

সীমিত ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত পাকিস্তানের সাফল্যের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে আরব আমিরাতের শারজা স্টেডিয়ামের নাম। কিন্তু শারজার পাশাপাশি দুই শহর আবুধাবি ও দুবাইয়ে পাকিস্তানের সেই সাফল্য অনেক কম।

বরং দুবাই-আবুধাবিতে ভারতের সাফল্য বেশি। এই দুই ভেন্যুতে গত চারবারের মোকাবিলায় পাবিস্তান জিতেছে একবার আর ভারতের জয় তিনটি। এর মধ্যে দুবাইয়ে শেষ দুইবারের মোকাবিলায় শতভাগ জয়ের রেকর্ড আছে ভারতীয়দের। সবচেয়ে বড় কথা দুবাইয়ে এখও ভারতীয়দের সঙ্গে পারেনি পাকিস্তানিরা।

আজও (রোববার) কি সেই ধারা অব্যাহত থাকবে? ভারতের জয়রথই কি সচল থাকবে? নাকি এবার দুবাইয়ে ভারতের বিপক্ষে অধরা জয়ের স্বাদ পাবে পাকিস্তান? ইতিহাস বদলাতে পারবে পাকিস্তানিরা? নাকি জয়রথ সচল থাকবে ভারতীয়দের- সেটাই দেখার।

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ অনেক কমে গেছে। দুই দেশের রাজনৈতিক বৈরিতায় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তাই ভারত-পাকিস্তান খেলাও গেছে অনেক কমে। একসময় প্রতিবছর গড়ে দুই-তিনবার করে দেখা হতো যে আমিরাতে, সেখানে দুই চির প্রতিদ্বন্দ্বীর শেষ দেখা হয়েছে ৪ বছর আগে, সেটিও এই এশিয়া কাপে।

দুবাইয়ের মাঠে পাকিস্তানকে উড়িয়ে ৯ উইকেটের সহজ জয়ে হাসিমুখে মাঠ ছেড়েছিল ভারত। দুই ওপেনার ওপেনার রোহিত শর্মা (১১৯ বলে ১১১) ও শিখর ধাওয়ানের জোড়া শতকে (১০০ বলে ১১৪) পাকিস্তানের করা ২৩৭ রান টপকে ৯ উইকেটের সহজ জয় পায় বিরাট কোহলির দল, খেলা শেষ হয় ৬৩ বল আগে।

পাকিস্তানের পক্ষে অভিজ্ঞ শোয়েব মালিকই একা লড়াই করেন। তার ব্যাট থেকে আসে ৯০ বলে ৭৮ রান। বর্তমান অধিনায়ক ও রান মেশিন বাবর আজম (৯) কিছুই করতে পারেননি, রানআউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। এছাড়া ওপেনার ইমাম উল হক, ফাখর জামান, আসিফ আলিরাও ব্যর্থ ছিলেন।

শারজার বাইরে আরব আমিরাতের আবুধাবিতে প্রথম পাক-ভারত লড়াই হয় ১৬ বছর আগে, ২০০৬ সালের ১৮ এপ্রিল। সে ম্যাচে রাহুল দ্রাবিড়ের ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল ইনজামাম উল হকের পাকিস্তান। ৯৬ বলে ৭১ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন ইউনুস খান।

দেখা যাক এবার কী হয়?

এআরবি/এসএএস/জেআইএম



Advertiser